মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ফরহাদ হোসেন আলম গতকাল ২৬ মে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত হওয়ার ঘটনায় আশ পাশের বাড়ি ও আলমের বাড়ি হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানাগেছে:-ফরহাদ হোসেন আলম ঢাকার হেমায়েতপুর ঔষধের দোকান করেন তিনি ঈদের আগের দিন মানিকগঞ্জ সদর হাসপাতালে ডাঃ আরশেদ উল্লাহর কাছে চিকিৎসা নিতে গেলে সেম্পল দিতে বলে।পরে সদর হাসপাতালে সেম্পল প্রদান করে। গতকাল ২৬ মে তার পজেটিভ ধরা পরে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)তদন্ত বলেন – ফরহাদ আলমের করোনা পজেটিভ ধরা পরায় আজ ২৭ মে বুধবার পুলিশ,মেডিক্যাল টিম,উপজেলা প্রশাসন গিয়ে তাদের ও আশপাশের বাড়ির সবাইকে লকডাউন করা হয়েছে।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা বলেন, সংবাদ পেয়ে ফরহাদের বাড়ি গিয়ে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আশ পাশের বাড়ির সবাইকে লকডাউন করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের যারা ফরহাদের সংস্পর্শে এসেছে তাদের নমুনা সংগ্রহ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
Facebook Comments