মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৃষি ব্যাংকের ম্যানেজার রকিবুল ইসলাম আজ ৬ মে করোনায় আক্রান্ত হয়েছেন।
এখবরে ব্যাংক এবং আশপাশের বাড়ি ও দোকান পাট লকডাউন ঘোষনা ও ব্যাংকের ষ্টাফদের আইসোলেশনে রাখার নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
এবং ম্যানেজার যার যার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা:নাসরিন আক্তারকে নির্দেশ প্রদান করেছেন প্রশাসন ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাসরিন আক্তার জানান ব্যাংক কর্মকর্তা ৪মে সোমবার সেচ্ছায় নমুনা দিয়ে যান আর ওই দিনই সাভার প্রাণী সম্পদ গভেষনা প্রতিষ্ঠানে পাঠানো হয়। আজ ৬মে বুধবার তার করোনা পজেটিভ ধরা পরে।
জানাগেছে -ম্যানেজারের দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় তার বাসা ঢাকা মিরপুর সে মাঝে মধ্যে অফিসে ও ডাকবাংলায় থেকে অফিস করেছেন।
গত ৪ মে সোমবার ছিল শেষ অফিস ঢাকা থেকে এসে অফিস করে আবার অফিসে চলে যান এবং সোমবারই তিনি সেম্পল দিয়েছেন দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
আজ তার রিপোর্টে পজেটিভ এসেছে । এছাড়া উনার ছেলও অসুস্থ্য বল শুনাগেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী বলেন ব্যাংক লকডাউন করা হয়েছে এবং ব্যাংকের ষ্টাফদের আইসোলেশনে রাখা হবে এবং যাদের সংস্পর্শে ওনি উঠাবসা করেছে এদের প্রত্যেকের নমুনা পরিক্ষা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জুয়েল আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন,চকমিরপুর ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম,স্বাস্থ্য সহকারী মো. বকুল হোসেন প্রমুখ।
Facebook Comments