করোনা ভাইরাসের কারণে মানিকগঞ্জ জাগরণী চক্র ফাউন্ডেশন একটি জাতীয় সমাজ কল্যাণমূলক সংস্থা সদর শাখা,মানিকগঞ্জ এরিয়া, মানিকগঞ্জ জোন অফিসের অর্থায়ন ও আয়োজনে দূর্যোগে দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ২৮ মে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর সেওতা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মোঃ আমিনুর রহমান,এরিয়া ম্যানেজার মুহাম্মদ কামাল সরদার, সহকারী ম্যানেজার মোঃ জাহিদুর রহমান, শাখা ম্যানেজার সন্তোষ চন্দ্র সরকার, শাখা হিসাবরক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
করোনা ভাইরাস সহায়তা তহবিলের সমন্বয়ক জোনাল ম্যানেজার মোঃ আমিনুর রহমান বলেন,জাগরণী চক্র ফাউন্ডেশন মানিকগঞ্জে পনেরটি শাখার মাধ্যমে প্রতি শাখায় পঞ্চাশ হাজার টাকা করে পনেরশত পরিবারের মাঝে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। প্রথমদিনে ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি শাখায় নিম্ন আয়ের মানুষের মাঝে এ অর্থ পৌঁছে দেয়া হবে। তিনি সাধ্য মতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।
সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দেশে করোনা ভাইরাসের কারনে এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে অসহায় মানষের পাশে এসে দাঁড়িয়েছে। এই মহৎ কাজ যারা করছে ও যারা আর্থিক সহায়তা করেছে এর থেকে শিক্ষা নিয়ে সমাজের অন্যান্য মানুষের এগিয়ে আসা প্রয়োজন। সদর উপজেলা প্রশাসন এই মহৎ কাজে সবসময় সহযোগিতা করবে।
Facebook Comments