মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা ভাইরাসের স্যাম্পল কালেশন বুথ উদ্বোধন করা হয়েছে, আজ ৭মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে এ বুথ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মজিদ ফটো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার বাদশা, সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা, উপজেলা প্রকৌশলী তৈয়বুর রহমান, সাটুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জেসমিনসহ আরো অনেকে।
উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা রোগী ও ডাক্তাররা যাতে নিরাপত্তার সাথে করেনাভাইরাসের স্যাম্পল সংগ্রহ করতে পারে সে জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে এ বুথের ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আশরাফুল আলম বলেন, এ বুথটি মানিকগঞ্জ জেলার মধ্যে প্রথম। এখন আমরা বেশি বেশি নমুনা সংগ্রহ করতে পারব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা মারাত্মক ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ করত। এখন থেকে স্বাস্থ্যকর্মী ও রোগীরা নিরাপদভাবে কাজ করতে পারবেন।
Facebook Comments