মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে বাদল সাহা (৫৫) নামের এক মুদি দোকানদার মৃত্যুবরণ করেছেন। আজ ২৭ মে বুধবার সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত বাদল সাহা জয়মন্টপ বাজারের রাধু ডাঃ নামে পরিচিত প্রয়াত রাধানাথ সাহার সেজো ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বাদল সাহা সহ তারা ৪ ভাই সর্দি , কাশি ও জ্বরে ভোগছিলেন। করোনা সন্দেহে ২৬ মে তারা সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। নমুনা সংগ্রহের ২/৩ দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি করোনাের উপসর্গ নিয়ে মারা যান।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা তাদের বাড়িটি লকডাউন করে এবং তৎপ্রেক্ষিতে যাতে জয়মন্টব ইউনিয়ন কোভিড-১৯ ছড়িয়ে না পরে এবং জনগনের সাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে ২৭মে ২০২০তারিখ হতে ১১জুন ২০২০ তারিখ পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করা হলো। জনসার্থে ২৭ মে হতে এ আদেশ কার্যকর করা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এবং রিপোর্ট আসতে দু-এক দিন সময় লাগবে বলে জানান
Facebook Comments