মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামে ১৯ মে মঙ্গলবার রাতে সারাদেশে করোনার এই ভয়াবহ দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব অসহায় মানুষের পাশে ধনীদের এগিয়ে আসার আহ্ববানে চকহরিচরণ বড়বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট্য ব্যাবসায়ী ও গার্মেন্টসের মালিক দানভীর মোঃ খোরশেদ আলম মিন্টুর পক্ষে চকহরিচরণ গ্রামের বিশিষ্ট্য সমাজসেক মোশাররফ হোসেন তিন শতাধিক দুস্থ্য অসহায় পরিবারের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার ও জরুরী খাদ্য সামগ্রী বিতরণ পৌঁছে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের বিশিষ্ট্য ব্যাবসায়ী লাভলু মিয়া,প্রথম শ্রেনীর ঠিকাদার মো.ফজলুল হক , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহ আলম,আওয়ামীলীগ নেতা আজমত পীর সাহেব, মঈন খান,সাবেক ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সুমন,যুবলীগনেতা জুলহাস মিয়া,সাবেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফ মিয়া,ছাত্রলীগনেতা জনি মিয়া প্রমুখ। যে সকল ঈদ সামগ্রী দেওয়া সেগুলো হলো চাউল,ডাউল,তৈল,আলু,পিয়াজ,লবণ।
Facebook Comments