1. liton@somoyerbarta24.net : জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ : জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ
  2. admin@codeforhost.com : News Desk :
নিপুণ- মুন্নার অর্থ অনুদান | জাগরন বার্তা
রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:২৭ অপরাহ্ন
৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
শিরোনাম :
দৌলতপুর পোল্ট্রি খামার এসোশিয়েশনের কমিটি গঠন শাহ আলম সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক দৌলতপুরে লকডাউন কার্যকর ও দ্রব‍্যমূল‍্যর দাম সহনীয় রাখতে মাঠে নেমেছে প্রশাসন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি অনুমোদন দৌলতপুর উপজলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদর সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় দফায় লকডাউন সচেতন করতে দৌলতপুর  উপজেলা প্রশাসন,পুলিশ প্রসাশন,স্বাস্থ‍্য বিভাগ জনপ্রতিনিধি ও সাংবাদিক নাগরপুরে লকডাউন না মানায় পথচারীসহ ১১ দোকানীকে জরিমানা নাগরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ নাগরপুরে হাসপাতাল সংলগ্ন সেতু ঝুঁকিপূর্ন রোগীদের দূর্ভোগ দূর্ঘটনার আশংকা

নিপুণ- মুন্নার অর্থ অনুদান

রিপোর্টার: জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৯৯ বার পাঠিত
20200515 115110

২০১৮ সালের ৪ মে ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ ছবিটি। ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে চিত্রনায়িকা নিপুণের বিপরীতে অভিনয় করেন নবাগত মাহবুবুর রশিদ মুন্না (হিরো মুন্না)। এতে আরও অভিনয় করেন পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ। ছবিতে নায়িকা নিপুন প্রধাণ চরিত্রে অভিনয় করলেও সে সময় প্রচারণায় ছিলেন না। জানান ব্যক্তিগত কারণে ছবিটির প্রচারণায় উপস্থিত থাকতে পারেননি। ছবিটি দুই সপ্তাহ চলার পর হল থেকে নেমে যায়।

ছবির নায়ক মুন্নার মতে, নায়িকা নিপুন যদি সে সময় প্রচারণায় আসতেন তাহলে হল সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে কয়েক সপ্তাহ ছবিটি চলতো। দর্শক ছবিটি সাদরে গ্রহণ করতেন। কারণ নিপুনের দর্শকের কাছে আলাদা একটা গ্রহনযোগ্যতা আছে।

দীর্ঘ আঁড়াই বছর পর বুৃধবার (৬ মে) এফডিসিতে এ ছবির নায়িকা নিপুন ও নায়ক মুন্না ফের এক হলেন। তবে নতুন কোন ছবি কিংবা শূটিংয়ের জন্য নয়। চিত্রনায়িকা নিপুনের নিমন্ত্রণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতিকে আর্থিক ভাবে সহযোগিতা করতে এক হলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের হাতে এ অর্থ তুলে দেন।

চলচ্চিত্রে নিপুন নায়িকা ছিলেন। তবে এ ছবিতে কে থাকছেন তা এখনও ঠিক হয়নি। করোনা ভাইরাস দূর হলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সব কিছু জানান দেব।
এ সময় উল্লেখ করে নিপুন বলেন, ‘ধূসর কুয়াশা’ ছবির গানগুলো মনোরম সব লোকেশনে চিত্রায়ণ হয়। দর্শক সে সময় গানগুলো ব্যাপক পছন্দ করেছিলেন। ছবির গল্পটিও ভালো ছিল। আমি এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি সবগুলো ছবির গল্পই ভালো ছিল। কারণ, আমি কখনো গল্প পছন্দ না হলে কাজ করিনি। সামনেও করবো না। আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ।

Facebook Comments

লাইক দিয়ে সবার আগে. সব খবর এর আপডেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

আমাদের ফেসবুক পেজ

© All rights reserved © 2020 JagoronBarta24.com
Theme Customized By codeforhost.Com
codeforhost-somoyerba149