মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য ও একজন নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মেক্সিকো শহরের জননিরাপত্তা বিভাগের সচিব আহত হয়েছেন। শুক্রবার সকালে সন্ত্রাসীরা এ হামলা চালায়। খবর সিএনএনের
হামলার ঘটনাটি টুইট করে জানান সিটি মেয়র ক্লাউডিয়া শেইনবাম। খবর সিএনএনের।
টুইটবার্তায় শেইনবাম বলেন, শহরের জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গার্সিয়া এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
জালিস্কোভিত্তিক সন্ত্রাসী গ্রুপ সিজেএনজি এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন সিটি মেয়র।
এ হামলায় সিজেএনজি জড়িত সন্দেহে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর নিরাপত্তা বিভাগের সচিব আলফনসো দুরাজো। এ ঘটনায় ১২ সন্দেহভাজনকে আটক করেছে মেক্সিকো পুলিশ।
স্থানীয় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় মোটর শোভাযাত্রা রোধ করে দুটি গাড়ি, যার একটি বড় ছিল। এসময় বড় অস্ত্র হাতে অন্তত ১০ জন সন্ত্রাসী নিরাপত্তা সচিবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
Facebook Comments