দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লাহ পরিবারের সন্তান ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. জুয়েল মোল্লাহ এই মহামারী করোনা দুর্যোগের মাঝেও উপজেলার চার গ্রামের মানুষের চলাচলের এক মাত্র রাস্তা মুলকান্দী গ্রামের কাপালী পাড়ার ভাংগায় নিজ উদ্দ্যোগে প্রায় ত্রিশ হাজার টাকা ব্যয়ে বাশের সাকো তৈরী করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এই রাস্তা দিয়ে নিলুয়া, মুলকান্দী, চন্দ্রখোলা চকমিরপুর সহ আশপাশের কয়েক গ্রামের লোকজনের চলাচল সহ স্কুলগামী কোমলমতী ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। আজ ৪ জুলাই শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাশের সাকোটির উদ্ভোধন করা হয়। দৌলতপুর পি এস উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উপেন্দ্রনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুয়েল মোল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হরিলাল সরকার, বিমল সরকার, সাবেক শিক্ষক সুকুমার সরকার, সাবেক প্রাইমারি শিক্ষক মনিন্দ্র নাথ রায়, সাবেক সমাজ সেবা অফিসার অনিল রায়, পলাশ রায় এবং চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
Facebook Comments