করোনা মহামারীতে দীর্ঘদিন ধরে বন্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । সকল প্রকার ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ । গত ০৫ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনলাইন ক্লাস চালু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে । কিন্তু তখনো কোন সুনির্দিষ্ট নীতিমালার কথা বলা হয়নি । শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল । এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এক বিবৃতিতে অনলাইন ক্লাসের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা জানায় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
গতকাল ২২জুলাই , রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নীতিমালাগুলো প্রকাশ করা হয় । গত ১৯ জুলাই সম্মানিত উপাচার্য ড. এ এইচ এমন মুস্তাফিজুর রহমানের সাথে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় । গতকালের বিবৃতিতে বলা হয় , অনলাইন ক্লাস সংক্রান্ত সকল সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি একত্রে কাজ করছে ।
নীতিমালায় শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি অগ্ৰাধিকার দিয়ে শিক্ষকদের স্ব- ব্যবস্থাপনায় সুবিধা অনুযায়ী ক্লাস নেয়ার কথা বলা হয়েছে । তবে অনলাইন ক্লাস চলাকালীন সময়ে কোন প্রকার পরীক্ষা বা এসাইনমেন্ট জমা নেয়া যাবে না । শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে উক্ত বিষয়গুলোতে প্রয়োজনে পুনরায় শর্ট ক্লাস নেয়া যাবে বলে এতে উল্ল্যেখ করা হয়েছে ।
তবে ৪ ও ৬ নাম্বার নীতিমালা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । এ সম্পর্কে শিক্ষার্থীরা বলেন , ‘একটি স্বায়ত্ব স্বাশিত বিশ্ববিদ্যালয় হয়েও সরকারের উপর দায় চাপিয়ে পার পেতে চাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । অথচ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই তাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে । আমাদের বিশ্ববিদ্যালয়েরও এই বিষয়টি বিবেচনায় নেয়া উচিত ছিল ।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোরাম-জাককানইবি এর ধর্ম বিষয়ক সম্পাদক বলেন,’ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী বান্ধব নয় । তারা কখনোই শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেনি । ৪ ও ৬ নাম্বার নীতিমালা শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের চরম অবহেলার বহিঃপ্রকাশ ।’
উল্লেখ্য , অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীর অংশগ্ৰহন একান্ত জরুরী । অন্যথায় এটি তার কার্যকারীতা হারাবে ।
Facebook Comments