করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে রবিবার (১২ জুলাই) কভিড-১৯ এর ভুয়া নমুনা পরীক্ষার ঘটনায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ ডিসি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেওয়া জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা নিয়ে দেশে তোলপাড় চলছে। এই প্রতারণার মূল হোতা জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।
Facebook Comments