পরিচালক মিজানুর রহমান আরিয়ান ৮ জুলাই নতুন নাটকের শুটিং শুরু করেন। শুটিং শুরুর আগে ইউনিটের সবার করোনা পরীক্ষা করা হয়।
প্রথমে কারো করোনা পজিটিভ আসেনি। কিন্তু দ্বিতীয়বার করোনা পরীক্ষার পর ইউনিটের দুজনের করোনা পজিটিভ এসেছে। এরপর দ্রুত শুটিং বন্ধ করে দেন নির্মাতা-প্রযোজক।
‘প্রাণপ্রিয়’ নামে একক এ নাটকে জুটি বেঁধে অভিনয় করছিলেন মেহজাবিন ও অপূর্ব। স্বাভাবিক কারণে পুরো শুটিং ইউনিটের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অপূর্ব-মেহজাবিনও এখন কোয়ারেন্টাইনে রয়েছেন।
মেহজাবিন বলেন, গতবুধবার সন্ধ্যার পর থেকে বাসায় আলাদা থাকছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কাল বা পরশু আবারো করোনা পরীক্ষা করাবো।
মিজানুর রহমান আরিয়ান বলেন, পুরো টিমের সদস্যদের করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়েই শুটিং শুরু করেছিলাম। শুটিংয়ের প্রথম দিন সন্ধ্যায় ইউনিটের দুজন অল্প অসুস্থবোধ করেন। তারপর প্রযোজক ওই দুজনকে আবারো করোনা পরীক্ষা করান। তাদের কোনো লক্ষণই ছিল না, কিন্তু করোনা পজিটিভ এসেছে। তারপর শুটিং বন্ধ করে দিয়েছি।
Facebook Comments