নওগাঁয় একটি ঔষধের দোকনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঔষধ টা প্যানটাডল ট্যাবলেট রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ রজাকপুর তুলশীগঙ্গা এলাকায় হক মেডিক্যাল ষ্টোর নামের একটি ঔষধের দোকানে গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্ত্তৃক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মির্জা আজিম ইমাম। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক ইমাজ উদ্দিন এবং সহকারী পরিচালক লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
আদালত পরিচালনার সময় দোকানে তল্লাশী চালিয়ে নিষিদ্ধ টা প্যানটাডল নামের ১৯টি ট্যাবলেট পাওয়া গেছে। এই প্রেক্ষিতে হক মেডিক্যাল ষ্টোরের স্বত্ত্বাধিকারী একরামুল হক বকুলের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এলাকাবাসীর সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এরা এই ব্যবসা করে যাচ্ছে এতে আমাদের সমাজ নষ্ট হচ্ছে ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে বারবার বলার পরও প্রশাসনের, সমাজের তোয়াক্কা না করে ব্যবসা করে যাচ্ছে এসব মরনব্যাধি ওষুধে।
Facebook Comments