নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলম এর রুহের মাগফেরাত কামনায় রাণীনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা আবাদপুকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে দলীয় নেতা কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থাণীয় জনগণ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন। উক্ত মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত ইসরাফিল আলম এর রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালানা করেন আবাদপুকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর প্রেস ইমাম হাফেজ মাওলানা মো:ওবাইদুল হক।এর আগে কোরআন খতম দেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
Facebook Comments