মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রামকৃষ্ণ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি। রামকৃষ্ণ পার্শ্ববর্তী ধামরাই উপজেলার বাথুলী বেলিশ্বরগ্রামের মৃন্ময় গোপালের ছেলে।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা বিভাগের দায়িত্বরত নার্স তাহমিনা ইয়াসমিন বলেন, করোনা উপসর্গ নিয়ে আজ সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে আসেন রামকৃষ্ণ। পরে করোনা বিভাগের আইসোলেশনে ভর্তি করা হয়। এরপর সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Facebook Comments