ডাঃ প্রমোদ চক্রবর্তী MBBS ( ঢাকা) পিজিটি (সার্জারী) মেডিকেল অফিসার, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। মা ও শিশু রোগে অভিজ্ঞ দাবী করে দীর্ঘদিন যাবত সহজ সরল রোগীর সাথে চিকিৎসা সেবার নামে করছে প্রতারনা।ভূয়া এই ডাক্তারের প্রতি রোগীর ভিজিট এক হাজার টাকা।
এই প্রমোদ চক্রবর্তীর কাছ থেকে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হন মানিকগঞ্জের গঙ্গাধরপট্রির রানা। এসব তথ্য জেনে রানা ভোক্তা অধিকারে ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা মিললে রানাকে নিয়ম অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন ভোক্তা অধিাকর।
জানা গেছে, এম বি বি এস ডাক্তার না হয়েও ভিজিটিং কার্ড ও নিজের ব্যবস্থাপত্রে বড় বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দালাল মারফত রোগীদের করতেন আকৃষ্ট। চেম্বার হিসেবে বেছে নিয়েছে মানিকগঞ্জের সুপার ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইরের বাস্তা ও সাহরাইল এর ফার্মেসীতে, সাভার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে নিয়মিত ৩০০- থেকে ১০০০ টাকা ভিজিটে রোগী দেখতেন এই ভূয়া এম বি বি এস ডাক্তার।
করতেন বিভিন্ন অপারেশনও। মানিকগঞ্জের গঙ্গাধরপট্রি এলাকার রানা দীর্ঘদিন ওই প্রতারক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার হন।
রানা গত ১ জুলাই তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ে ওই ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের পেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে তদন্ত ও শুনানি শেষে গতাকল বুধবার ১৫ জুলাই অভিযুক্ত নামধারী ডা. প্রমোদ চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৪ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা আরোপ করেন ভোক্তা অধিদপ্তর, মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ডাঃ প্রমোদ চক্রবর্তী নিজের ব্যবস্থাপত্রে ব্যবহৃত পদবীর স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত এবং তিনি স্বীকার করেন কোলকাতা থেকে এগার ক্লাস পাস করে Alternative Medicine বিষয়ে কোর্স করেন।
কিন্তু বি এম ডি,সির কোন রেজিষ্ট্রেশন নেই, ডা. পদবী, এম বি বি এস (ঢাকা), পিজিটি(সার্জারি), মেডিকেল অফিসার,মা ও শিশু রোগে অভিজ্ঞ ইত্যাদি খেতাব ব্যবহার করে এতদিন প্রতারণা করে আসছিলেন।
নিজের স্বীকারোক্তিতে তিনি ভবিষ্যতে আর চিকিৎসা সেবার নামে প্রতারনা করবেনা বলে এই মর্মে মুচলেকা প্রদান করেন।
বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫% হিসেবে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জের আনাচে কানাচে ছদ্মবেশী এধরনের ভূয়া ডাক্তার থেকে সাবধান। এবং এধরণের সুনির্দিষ্ট তথ্য থাকলে মানিকগঞ্জ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের হট ১৬১২১ নম্বরে অভিযোগ করতে জানানো হয়েছে।
# সম্পাদনায়ঃ বার্তা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
Facebook Comments