মানিকগঞ্জের সাটুরিয়ায় রূপকথা টিভির নিউজ পোর্টালের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ ২রা জুলাই বৃস্পতিবার বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখা কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
প্রধান অতিথি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, দেশে এখন করোনা ভয়াবহ চলছে। এই করোনাকালে সাটুরিয়ার সাংবাদিকরা পুলিশ ও প্রশাসনের সাথে একযুগে কাজ করছে। তিনি বলেন, যারা দুর্নীতি করে তাদের কাউকে ছাড় না দেওয়ার আহবান জানান। রূপকথা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নিরীহ মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করেন। পরে তিনি কেক কেটে রূপকথা টিভির নিউজ পোর্টালের উদ্ভোধন করেন।
রূপকথা টিভির সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান,উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবতী বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আ.খ.ম নূরুল হক, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোঃ রহুল আমিন ও সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও রূপকথা টিভির নির্বাহী সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা খান ও বালিয়াটি দাখিল মাদ্রসার সুপার মৌঃ মোঃ লিয়াকত আলী এবং সাটুরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
Facebook Comments