মানিকগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও প্রতারণা রোধে মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার ৯ জুলাই সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর উপজেলার ঋষিপাড়া ও সাহরাইল বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান কালে দুধের বিশুদ্ধতা যাচাই,মাছ পরিমাপে ব্যবহৃত কম ওজনের ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
এছাড়াও মূল্য টেম্পারিং, মেয়াদোত্তীর্ন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সাহরাইল বাজারে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়।
অপরদিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, কসমেটিক্স সহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রির অপরাধে ঋষিপাড়ার রাজিব স্টোরকে ৫০০০ টাকা এবং তিনটি ফার্মেসিসহ অভিযানে মোট ২৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়া ঢাকার চকবাজার থেকে আমদানি করা নকল কসমেটিকস বিভিন্ন বাজারে সরবরাহ করার অভিযোগে রাজিব স্টোরকে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানির জন্য ডাকা হয়েছে।
এসময় অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও মানিকগঞ্জ ব্যাটালিয়ন আনসার, এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান
মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
Facebook Comments