1. liton@somoyerbarta24.net : জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ : জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ
  2. admin@codeforhost.com : News Desk :
করোনা রোগীর চিকিৎসায় ১০ পরামর্শ | জাগরন বার্তা
রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
শিরোনাম :
দৌলতপুর পোল্ট্রি খামার এসোশিয়েশনের কমিটি গঠন শাহ আলম সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক দৌলতপুরে লকডাউন কার্যকর ও দ্রব‍্যমূল‍্যর দাম সহনীয় রাখতে মাঠে নেমেছে প্রশাসন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক কমিটি অনুমোদন দৌলতপুর উপজলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদর সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় দফায় লকডাউন সচেতন করতে দৌলতপুর  উপজেলা প্রশাসন,পুলিশ প্রসাশন,স্বাস্থ‍্য বিভাগ জনপ্রতিনিধি ও সাংবাদিক নাগরপুরে লকডাউন না মানায় পথচারীসহ ১১ দোকানীকে জরিমানা নাগরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ নাগরপুরে হাসপাতাল সংলগ্ন সেতু ঝুঁকিপূর্ন রোগীদের দূর্ভোগ দূর্ঘটনার আশংকা

করোনা রোগীর চিকিৎসায় ১০ পরামর্শ

রিপোর্টার: জাগরন বার্তা২৪ ডটকম ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১৯১ বার পাঠিত
Screenshot 2020 08 09 করোনা রোগীর চিকিৎসায় ১০ পরামর্শ

করোনা আক্রান্ত হলে যদি শ্বাসকষ্টের সমস্যা খুব বেশি না থাকে, তবে বাড়িতে থাকা সবচেয়ে ভালো। এ সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

কখন আইসোলেশন

উপসর্গহীন, মৃদু বা মাঝারি ধরনের করোনার উপসর্গ রয়েছে এমন রোগী আইসোলেশনে থাকবেন। রিপোর্ট পজিটিভ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কম বয়স হলে ও রোগ জটিল না হলে আপনি বাড়িতেই আলাদা থাকতে পারেন।

করোনা রোগীর আইসোলেশনে থাকা ও চিকিৎসার বিষয়ে পরামর্শ দিয়েছেন হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস।

তিনি  বলেন, করোনা উপসর্গ দেখা দিলে অবশ্যই বাড়ির সবার থেকে আলাদা থাকতে হবে। রোগীর অবস্থা জটিল না হলে বাড়িতে চিকিৎসা নিতে পারেন।

আইসোলেশনে থাকা করোনা রোগীর চিকিৎসা

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উত্তম কুমার দাস বলেন, আইসোলেশনে থাকা করোনা রোগীর চিকিৎসার কিছু নিয়ম রয়েছে, তা অবশ্যই মেনে চলতে হবে।

 

আসুন জেনে নিই কী করবেন-

১. পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন ঘরে পুরোপুরি বিশ্রামে থাকুন। আলাদা শৌচাগার ব্যবহার করতে পারলে ভালো। আর আলাদা শৌচাগার না থাকলে স্যানিটাইজ করতে হবে।

২. দিনে কমপক্ষে তিনবার লবণ গরমপানি বা জীবাণুনাশক মেশানো গরমপানিতে গার্গল করবেন। গোসল করবেন কুসুম গরমপানিতে।

৩. ভিটামিন সি ও জিংকসমৃদ্ধ খাবার খান নিয়ম করে।

৪. অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ লাগে অনেক সময়ই। অ্যান্টিবায়োটিকও দেয়া হয়। এ জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৫. জ্বর থাকলে দিনে তিন বার চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল খেতে পারেন।

৬. খুব কাশি হলে আদা রস ও চা খেতে পারেন। এ ছাড়া গরম লবণপানিতে গড়গড়া করতে পারেন। চাইলে কিছু বিশেষ কাফ সিরাপ খেতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে।

৭. দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। আর গরম স্যুপ, ২ থেকে ৪ কাপ চা খেতে পারেন। এতে উপকার পাবেন।

৮. ঘরে তৈরি হালকা সহজপাচ্য খাবার খান। পর্যাপ্ত ফল-শাকসবজি ও প্রোটিন খাওয়া বাধ্যতামূলক। আর দই বা ঘোল খেতে পারলে খুবই ভালো।

৯. ভালো ঘুম হওয়া প্রয়োজন। ঘুমের সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন।

১০ মাস্ক পরা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। সুস্থ হওয়ার পর কম করে ১৫ দিন বাড়িতেই থাকুন। এ সময়ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন।

 

# সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর সম্পাদনায়ঃ বার্তাআলম।

Facebook Comments

লাইক দিয়ে সবার আগে. সব খবর এর আপডেট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

আমাদের ফেসবুক পেজ

© All rights reserved © 2020 JagoronBarta24.com
Theme Customized By codeforhost.Com
codeforhost-somoyerba149