রেডিও ব্যবহার করেছেন ? অনুষ্ঠান শুনেছেন ? বাসায় এখনও আছে ? প্রিয় কোনও অনুষ্ঠানের কথা মনে পড়ে ?
প্রযুক্তির উৎকর্ষতায় রেডিও আজ হারিয়ে যেতে বসেছে। অথচ এক সময় দেশ-বিদেশের খবর জানার একমাত্র মাধ্যমই ছিল রেডিও। কারও বাড়িতে একটি রেডিও থাকলে তার আলাদা সন্মান করা হতো। খবরের সময়ে শহর কিংবা গ্রামের লোকজন একটা নির্দিষ্ট স্থানে খবর শোনার জন্য সমবেত হত।খবর , বিবিসির খবর,রবীন্দ্র-নজরুল সঙ্গীত, গানের ডালি, দূর্বার, সুখী সংসার, দর্পন, ছায়া ছবির গান, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক, খেলার ধারা বিবরনী শোনার কাজে রেডিও ব্যবহার হতো। অনেকে আবার বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে রেডিও পেত। তবে কালের বিবর্তনে এখন রেডিও শোনার মানুষের সংখ্যা একেবারেই কমে গেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ রেডিওতে শুনে লাখো বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র-এর মহান অবদান সবারই জানা।
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত
Facebook Comments