জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপেলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।এদিন সকাল থেকে বিভিন্ন নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে একত্র হতে থাকে। বঙ্গবন্ধু ম্যুরালে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো এর নেতৃত্বে সর্ব প্রথম পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন ও দলীয় নেতা কর্মীরা। সাটুরিয়া থানার পক্ষ থেকে ওসি জনাব মতিউর রহমান ও অন্যান্য সদস্যরা পুস্পস্তবক অর্পণ করেন। সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান স্ব স্ব ইউনিয়নের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। বালিয়াটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ রহুল আমিন এর নেতৃত্বে বালিয়াটি ইউনিয়নের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও ছোট বড় অন্যান্য দলীয় সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।এরপর উপজেলা পরিষদ থেকে এক র্যালি বাহির হয় ।উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ এই র্যালিতে অংশগ্রহণ করেন।
Facebook Comments