খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন একটি দেশের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উন্নয়নশীল রাষ্ট্রের পরিচয় বহন করে । তাই সুষম, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। আগামীদিনে বাংলাদেশকে বিশ্বে খাদ্য ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে স্থান করে নিতে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
খাদ্যমন্ত্রী শনিবার বেলা ৩টায় নওগাঁ জেলার পোরশা উপজলোর উন্নয়ন মূলক বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলনে খাদ্যমন্ত্রী বীর মুক্তেিযাদ্ধা সাধন চন্দ্র মজুদার এম পি।
খাদ্যমন্ত্রী বলেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারনে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সরকারী সহযোগিতার মাধ্যমে উন্নত জীবনযাপন করছেন। তিনি বলেন সরকার সারা দেশে গৃহহীন পরিবারগুলোকে ব্যপকভাবে পুনর্বাসন করছে যার ফলে আগামী দিনে দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না।
এ বিষয়ে সরকার নতুন করে আরো বড় পরিসরে কাজ শুরু করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি মেধাবী জাতি গঠনে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারী কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক সাংবাদিকসহ সর্বস্তরের সচেতন জনগোষ্ঠীতে একযোগে কাজ করার আহবান জানান খাদ্যমন্ত্রী।
পোরশা উপজলো পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নাজমূল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর র্মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবং পোরশা থানার অফিসার্স ইনচার্জ শফিউল আজম খান।
এ সময় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা মিটিং, মাসিক উন্নয়ন সমন্বয় সভা ছাড়াও নতুন তালিকাভুক্ত প্রতিবন্ধি ভাতাভোগীদের মধ্যে র্কাড বিতরন, প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন এবং চিকিৎসা সহায়তার চেক বিতরন করেন। এ ছাড়াও তিনি স্থানীয় একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে যোগদান করেন। ।
পরে তিনি পোরশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।
Facebook Comments