নওগাঁ-৬ আত্রাই-রানীনগর সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনীত নেতা আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন বাতিল করে জেলা স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুখ সুমনের পক্ষে মনোনয়ন প্রদানের জন্য দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিন্রা প্রতি পুনঃবিবেচনার দাবী জানিয়ে আত্রাই রেলওয়ে ষ্টেশনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রবিবার সকাল সাড়ে ১২টায় থেকে প্রায় ঘন্টাকাল ব্যপী এই মানববন্ধনে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন এবং এ্যাড. ওমর ফারুখ সুমনের পক্ষে দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। নেতাকর্মীরা শ্লোগান দেন “ আমাদের দাবী একটাই, সুমন ভাইয়ের নৌকা চাই।
স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা বক্তব্যে বলেন, আমরা একজন শিক্ষীত নেতা চাই। এসব নেতাকর্মী আরও বলেন স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুখ সুমনের পক্ষে মনোনয়ন প্রদানের জন্য দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পুনঃবিবেচনার দাবী জানিয়েছেন। তবে কি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের বহিস্কৃত ও অশিক্ষীত একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তা জানতে চাই এবং আত্রাই ও রানীনগরের তৃণমুল নেতাকর্মীদের একটাই দাবী পুনঃবিবেচনা করে এ্যাড. ওমর ফারুক সুমনের পক্ষে দলীয় মনোনয়ন প্রদানের দাবী জানান।
Facebook Comments