মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার
সকাল ১১টায় উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তাবৃন্দ ,উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ,শিক্ষকবৃন্দ ও সাংবাদিক বৃন্দদের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন আবুল,উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আব্দুর রেজ্জাক,বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জালাল উদ্দিন ভিকু,এবি খান বাবু,মো.শাহ আলম ও মো. সালমান খান প্রমুখ।
এসময় বক্তারা পরিচয় পর্ব শেষে যার যার প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।এসকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments