সিরাজগঞ্জ পৌরসভার সরকারি জায়গা দখল করে অবৈধ গাড়ীর গ্যারেজ নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করায় কাজটি চলমান রয়েছে।
২৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ শহরের প্রধান ডাকঘর থেকে উত্তর দিকে কিছুটা পথ পেরোলেই সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তার বাড়ীর সামনে ও সরকারী গণগন্থাগারের প্রাচীর ঘেষে প্রায় ৫ শতক জায়গা দখল করে পুরোদমে গাড়ীর গ্যারেজ নির্মাণকাজ চলছে।
এদিকে জায়গাটি পৌরসভার হলেও নির্মাণকারী নবীন সিরাজী দাবি করেন জায়গাটি আমাদের নিজস্ব সম্পত্তি।
সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্তকর্তা মো. মাসুদ রানা জানান, ঐ জায়গাটি সিরাজগঞ্জ পৌরসভার। আমরা পৌর কর্তৃপক্ষ নিষেধ করার পরেও নির্মাণ কাজ করে যাচ্ছে।
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা জানান, পৌরসভার পরিত্যাক্ত জায়গাটি অনেক দিন ধরে পড়ে আছে। আমার ভাই ভাতিজারা মাটি ফেলে গাড়ীর গ্যারেজ নির্মাণ করছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনায় আসলে আমি কাজটি বন্ধের নির্দেশ দিয়েছি।
কিন্তু জনমনে বিষয়টি নিয়ে সরকারী দলের জনপ্রতিনিধিদের প্রতি বিরুপ মানসিকতা তৈরী হয়েছে যা বর্তমান সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে।
Facebook Comments