নওগাঁয় ১৬ বিজিবি কর্তৃক কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে রহনপুর বিওপি হতে ১.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের পার্শ্ববর্তী গোলামাঠ নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে গোলামাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৪৩.২০০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ৪৩,২০,০০০/- (তেতাল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা। প্রচলিত নীতিমালা অনুযায়ী উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান পরিচালনায় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টিপাথরের মূর্তিটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
Facebook Comments