নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ পশ্চিম পাড়া এলাকায় কোরআন শরিফ পোড়ানোর ঘটনা ঘটেছে। ১লা ডিসেম্বর মোঙ্গলবার বিকাল ৪টায় এ ঘটানা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান- শহরের খাস নওগাঁ পশ্চিম পাড়া এলাকার মৃত মোসলেম আলীর পুত্র আল আমিন মুন (২৫) বিকেলে নিজ বাড়ির ছাদে সুরা বাকারার আয়াত প্রথমে লাথি মেড়ে পরে ২ হাত দিয়ে ছিন্ন ভিন্ন করে তা পোড়ায়। এলাকাবাসীর উপস্থিতি টেড় পেয়ে মুন ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসী নওগাঁ সদর মডেল থানায় ঘটনাটি জানালে ততক্ষনিক সদর মডেল অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং পোড়ানো কোরআন অবশিষ্ট অংশটুকু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। অফিসার ইনচার্জ জানান- ঘটনার পর পালিয়ে থাকা অভিযুক্ত মুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত মুনের মা নাজমা বেগম জানান- প্রায় ৩বছর আগে তার পিতা মারা যাওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ করেন ও অসামাজিক জীবন যাপন শুরু করে। ১লা ডিসেম্বর তার বাবার ৩য় মৃত্যু বার্ষিকী ছিলো। হঠাৎ বিকেলে মুন কোরআন শরিফ নিয়ে ছাদে এসে এমন ঘটনা ঘটায়।#
Facebook Comments