নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের লিটন ব্রীজের মোড়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালায় আয়োজিত আলোচান সভায় সভাপত্বি করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন।
পহেলা ডিসেম্বরকে সরকারীভাবে মক্তিযোদ্ধা দিবস ঘোষনা এবং মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানী ২০ হাজার টাকা নির্ধারন করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু তাহের, আব্দুল জলিল, মোঃ আলা উদ্দিন, গোলাম মোস্তফা, আব্দুস সামাদ, মোঃ তোফাজ্জল হোসেন, এ কে এম সিরাজুল ইসলাম এবং মোঃ নজরুল ইসলাম।
আলোচনা সভায় অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের এই দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবদিক মোঃ কায়েস উদ্দিন।#
Facebook Comments