নওগাঁ সান্তাহারের অদূরে সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টায় সান্তাহার-নওগাঁ সড়কে মল্লিকা ইনের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সোহাগ হোসেন ছাতিয়ানগ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোহসিন আলীর বড় ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, ওই মোটরসাইকেল আরোহী সান্তাহার থেকে নওগাঁ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Facebook Comments